নেত্রকোনা সদর উপজেলা (নেত্রকোনা জেলা) আয়তন: ৩৪০.৩৫ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৭´ থেকে ২৪°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৮´ থেকে ৯০°৫০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দুর্গাপুর (নেত্রকোনা) ও কলমাকান্দা উপজেলা, দক্ষিণে কেন্দুয়া ও গৌরীপুর উপজেলা, পূর্বে বারহাট্টা ও আটপাড়া উপজেলা, পশ্চিমে পূর্বধলা উপজেলা।
জনসংখ্যা ৩২৯৭৩২; পুরুষ ১৬৮৮২২, মহিলা ১৬০৯১০। মুসলিম ২৯৬৮৬০, হিন্দু ৩২৩২০, বৌদ্ধ ১০২, খ্রিস্টান ২১ এবং অন্যান্য ৪২৯।
জলাশয় কংস নদী, মগরা নদী, তেওরাখালী নদী, লাওরী নদী, ধুপিখালী নদী এবং বোয়ালিয়া বিল, হাতলি বিল ও মেঘা বিল উল্লেখযোগ্য।
প্রশাসন নেত্রকোনা থানা গঠিত হয় ১৮৭৪ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস